আজ ২৬ জুন ২০২৫ থেকে সারাদেশে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। গতবারের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে প্রায় ৮১ হাজার।
এইচএসসি পরীক্ষার্থী রয়েছে ১০ লাখ ৫৫ হাজারের বেশি, আলিমে প্রায় ৮৬ হাজার এবং কারিগরিতে ১ লাখ ৯ হাজারের বেশি।
বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি রক্ষায়। দেশে করোনাভাইরাস ও ডেঙ্গুর সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় পরীক্ষাকেন্দ্রগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে সরকার।
পরীক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক, কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি, কেন্দ্রের ভেতরে ও আশপাশে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরীক্ষা শুরুর আগে মশক নিধনের ওষুধ স্প্রে করা বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে মেডিক্যাল টিম ও আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকবে, যাতে কেন্দ্রের সামনে কোনো জটলা না হয়।
প্রশ্নফাঁস ও নকল প্রতিরোধেও নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। বোর্ডের একাধিক তদারকি দল মাঠে থাকবে। সংশ্লিষ্ট থানার ট্যাগ অফিসার ও পুলিশের উপস্থিতিতে প্রশ্নপত্রের সঠিক সেট ও সংখ্যা যাচাই বাধ্যতামূলক। অব্যবহৃত প্রশ্নপত্র খোলা যাবে না, সিলগালা অবস্থায় তা ফেরত পাঠাতে হবে। উত্তরপত্র পরীক্ষা শেষে পুলিশি প্রহরায় পরীক্ষা কন্ট্রোলার অফিসে জমা দিতে হবে।
চলতি বছর ২৯৫টি ভেন্যু কেন্দ্র বাতিল করেছে বোর্ডগুলো। এসব উদ্যোগ পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে।
তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৬ জুন থেকে ১০ আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা হবে ১১ থেকে ২১ আগস্ট।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯