পঞ্চখণ্ড আই প্রতিবেদক :
আমেরিকার শিকাগো শহরে ২০–২৩ জুন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের ৮৫তম সাইনটিফিক সেশন। বিশ্বের প্রায় ১১০টি দেশের প্রায় ১১,০০০ বিশেষজ্ঞ চিকিৎসক এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেন।
এবারের সম্মেলনে বিটা সেল থেরাপি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বাস্তব-জীবনভিত্তিক ডেটা বিশ্লেষণ ও ইনোভেশন চ্যালেঞ্জ–এর মতো বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হয়। টাইপ-১ ডায়াবেটিসে হাইপোগ্লাইসেমিয়া, টাইপ-২ ডায়াবেটিসে স্থূলতা এবং গর্ভকালীন ডায়াবেটিস নিয়ে আলোচনা ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বাংলাদেশ থেকে অংশ নেন বিয়ানীবাজারের মানবিক ডাক্তার খ্যাত ডা. শিব্বির আহমদ সুহেল, যিনি বিয়ানীবাজার ডায়াবেটিস অ্যান্ড হরমোন কেয়ার সেন্টার-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং দেশের একজন সুপরিচিত ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ।
ডা. শিব্বিরের মতে, চলতি বছর সম্মেলনে ডায়াবেটিস ব্যবস্থাপনায় প্রতিদিন হাঁটার গুরুত্ব, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা এবং গর্ভকালীন ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা তৈরির ওপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়াও নতুন উদ্ভাবিত ঔষধ ও থেরাপি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়, যা ভবিষ্যতে ডায়াবেটিস চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিকাগোতে অবস্থানকালে ডা. শিব্বির আহমদ স্থানীয় বিয়ানীবাজারবাসী, বিভিন্ন প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়স্বজন ও পুরোনো বন্ধুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় তিনি প্রবাসীদের খোঁজখবর নেন ও বিয়ানীবাজারের মানুষের উন্নয়নে দেশ ও প্রবাসের মধ্যে সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, আগামী বছর এই সম্মেলনের ৮৬তম আসর অনুষ্ঠিত হবে আমেরিকার লস অ্যাঞ্জেলসে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯