পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিয়ানীবাজারসহ সিলেট অঞ্চলে সক্রিয় একটি মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সন্ধান পেয়েছে থানা পুলিশ। চুরি হওয়া মোটরসাইকেল কোথায় রাখা হয়, কিভাবে তা হাতবদল হয় এবং কারা এ চক্রের নেতৃত্ব দিচ্ছে—তা উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সিন্ডিকেটের সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্টরা। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্র জানায়, সম্প্রতি বিয়ানীবাজারের বিভিন্ন এলাকা থেকে একাধিক মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় পৃথক তিনটি মামলা (নং ০৮, ০৯, ১০) হয়। এসব ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ প্রথমে খাসা শহীদ টিলা এলাকা থেকে কামরুল হাসান (২৩) নামের একজনকে আটক করে। তিনি জকিগঞ্জ উপজেলার মুমিনপুর গ্রামের বাসিন্দা। শহীদ টিলায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
কামরুলের দেয়া তথ্য অনুযায়ী, পুলিশ জগন্নাথপুর থানার রানীগঞ্জ এলাকা থেকে মো. আকাইদুর রহমান (২৫) নামের আরও একজনকে গ্রেফতার করে। তিনি একই গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে। আকাইদুরের স্বীকারোক্তিতে জগন্নাথপুর বাঘমারা এলাকার তাজপুরস্থ একটি বাড়ির সামনের পার্কিং এলাকা থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার জানান, আসামি কামরুল অত্যন্ত দ্রুততার সঙ্গে, মাত্র এক থেকে দুই মিনিটে মোটরসাইকেল চুরি করতে সক্ষম। তার বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। এ অভিযান ও তদন্ত কার্যক্রমে নেতৃত্ব দেন ওসি আশরাফ উজ্জামান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী।
পুলিশ জানায়, এই চোরচক্রে বিয়ানীবাজারের ৩০-৩৫ জন উঠতি বয়সী তরুণ জড়িত রয়েছে। তাদের রয়েছে একাধিক মদদদাতা। বর্ষাকালে মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে যায়। বিগত তিন মাসে অন্তত ১০টি মোটরসাইকেল চুরির শিকার হয়েছে, যার অনেকগুলোই থানায় রিপোর্ট করা হয়নি।
ওসি আশরাফ উজ্জামান বলেন, "থানা পুলিশের সমন্বিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। গ্রেফতারদের রিমান্ডে এনে চোরচক্রের পুরো নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। আমরা ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই প্রকাশ করা যাচ্ছে না।"
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯