চলতি সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী জুলাই মাসে প্রকাশিত হতে যাচ্ছে।
গত ১১ জুন এ তথ্য নিশ্চিত করেছিলেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।
তিনি বলেন, আগামী ১৩ জুলাইয়ের মধ্যেই ফলাফল প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। পরীক্ষকরা ইতিমধ্যে খাতা মূল্যায়ন সম্পন্ন করে বোর্ডে জমা দিতে শুরু করেছিলেন। তবে এখনও অনেক খাতা এসেছে, আবার অনেকগুলো আসা বাকি রয়েছে। সমস্ত খাতা পৌঁছালে তারপর শুরু হতে পারে নম্বর ইনপুট ও অন্যান্য আনুসাঙ্গিক কাজ।
ড. খন্দোকার এহসানুল কবির আরও উল্লেখ করেছিলেন যে, এই সমস্ত কার্যক্রম সম্পন্ন হলে চূড়ান্ত প্রকাশের দিনক্ষণ নির্ধারণ করা সম্ভব হবে।
খাতা সংগ্রহে সামান্য বিলম্ব হলেও তা ফল প্রকাশে বড় ধরনের প্রভাব ফেলেনি বলেও তিনি আশ্বাস দিয়েছেন। নির্ধারিত ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশিত হতে পারে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র ছিল ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন, অপর দিকে ছাত্রী ছিল ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। সারাদেশের ২ হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠান এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
অন্য দিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী ছিল।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯