✍️ পঞ্চখণ্ড আই প্রতিবেদক :
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আসছে যুগান্তকারী পরিবর্তন। শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রক্রিয়াটি সহজ ও দ্রুত করার লক্ষ্যে প্রিলিমিনারি পরীক্ষা বাদ দেওয়ার চিন্তা করছে।
গত ২৫ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্তের নীতিগত অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।
বর্তমানে বিসিএসের আদলে তিন ধাপে—প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে—নিবন্ধন সম্পন্ন হয়। এতে সময় বেশি লাগায় অনেক প্রার্থী বয়সসীমা অতিক্রম করে নিয়োগের সুযোগ হারাচ্ছেন। অন্যদিকে, প্রতিষ্ঠানগুলোও শিক্ষক সংকটে পড়ছে।
এই বাস্তবতা বিবেচনায় এনটিআরসিএ দুইটি ধাপে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে—লিখিত ও মৌখিক।
এনটিআরসিএ সচিব এ এম এম রিজওয়ানুল হক জানান, “আমরা একটি ধাপ কমিয়ে আনতে চাই। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত সম্মতি পেয়েছি। এখন জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষায় আছি। এরপর বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”
তিনি আরও জানান, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে সম্ভাব্যতা খুবই দৃঢ়। এই নতুন নিয়ম কার্যকর হলে আগামী শিক্ষক নিবন্ধন পরীক্ষাতেই প্রিলিমিনারি পর্বটি থাকবে না।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯