পঞ্চখণ্ড আই ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দাবি করা হয়েছে—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মানসিক স্বাস্থ্য ও অটিজমবিষয়ক শুভেচ্ছাদূত সায়মা ওয়াজেদ পুতুল নাকি বলেছেন, “এক মাসের মধ্যে আমার মা বাংলাদেশে আপনাদের মাঝে ফিরে আসবে।”
বিষয়টি ঘিরে জনমনে কৌতূহল ও বিভ্রান্তি তৈরি হওয়ায় রিউমর স্ক্যানার টিম ভিডিওটির সত্যতা যাচাই করে জানিয়েছে, এ দাবিটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।
সত্যতা অনুসন্ধানে দেখা যায়—সায়মা ওয়াজেদ এমন কোনো মন্তব্য কোনো সময়, কোনো প্রকাশ্য বক্তব্যে করেননি। মূলত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের (WHO SEARO) ইউটিউব চ্যানেলে গত ২৮ এপ্রিল প্রকাশিত একটি ভিডিও থেকে তার বক্তব্যের একটি অংশ কেটে, বিকৃতভাবে প্রচার করা হয়।
উক্ত ভিডিওটির শিরোনাম ছিল: “A Month After The Myanmar #Earthquakes”। সেখানে তিনি বলেন—
“ভূমিকম্পের এক মাস পার হলেও মিয়ানমারে প্রায় ২৪ লাখ মানুষ এখনো জরুরি স্বাস্থ্যসেবার ঘাটতিতে ভুগছে। বর্ষা আসায় ডেঙ্গু, ম্যালেরিয়া ও পানিবাহিত রোগের ঝুঁকি বেড়েছে।”
এ বক্তব্যের কোনো অংশেই শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ ছিল না।
বিশেষজ্ঞদের মতে, এটি একটি স্পষ্ট অপপ্রচার। সায়মা ওয়াজেদের মানবিক বার্তা থেকে একটি অংশ কেটে তাতে কৃত্রিম উপায়ে মিথ্যা বক্তব্য জুড়ে দেওয়া হয়, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
সুস্পষ্টভাবে বলা যায়—ভিডিওটি ভুয়া, এবং এতে প্রচারিত দাবি সায়মা ওয়াজেদের বক্তব্যের অপব্যাখ্যা ও ইচ্ছাকৃতভাবে তৈরি করা মিথ্যা তথ্য।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯