পঞ্চখণ্ড আই ডেস্ক (সিলেট, ৪ জুন ২০২৫): বিয়ানীবাজার উপজেলার ৭ নম্বর মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে ইউনিয়নের সার্বিক কার্যক্রম ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারিকৃত এক অফিস আদেশে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বিয়ানীবাজার-কে মাথিউরা ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয়েছে।
এই আদেশে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের ২০১৪ সালের পরিপত্র এবং উপজেলা নির্বাহী অফিসার, বিয়ানীবাজারের সদ্য প্রেরিত চিঠির আলোকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দায়িত্ব পালনকালীন সময়ে নিয়োজিত কর্মকর্তা প্রচলিত বিধি অনুযায়ী কেবল দায়িত্বভাতা প্রাপ্ত হবেন। এই দায়িত্বের জন্য তিনি অতিরিক্ত কোনো ভাতা বা অন্যান্য সুবিধা ভোগ করবেন না।
জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ কর্তৃক স্বাক্ষরিত এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হয়েছে।
উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১৯ মে ২০২৫ তারিখে উক্ত ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯