পঞ্চখণ্ড আই ডেস্ক :
ঈদুল আজহাকে সামনে রেখে আজ সোমবার (২ জুন) থেকে দেশের ১১টি নির্দিষ্ট ব্যাংকে শুরু হয়েছে নতুন টাকা বিতরণ কার্যক্রম। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এবার প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১ হাজার, ৫০ এবং ২০ টাকার নোট বাজারে ছাড়া হয়েছে।
এই নতুন নোটগুলোতে উঠে এসেছে ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’-এর চিত্র। এটি কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে চালু হওয়া নতুন সিরিজের অংশ, যা পর্যায়ক্রমে সকল মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নোটে চালু করা হবে।
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইতোমধ্যেই প্রাথমিকভাবে এই তিন ধরনের নতুন নোটের বিতরণ শুরু হয়েছে। এছাড়াও মোট ১১টি ব্যাংকের নির্দিষ্ট শাখায় সীমিত পরিসরে গ্রাহকদের মাঝে এই নতুন টাকা বিনিময় করা হচ্ছে।
যেসব ব্যাংকে নতুন টাকা বিনিময় করা যাবে সেগুলো হলো- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক। তবে কোন শাখা থেকে নতুন টাকা বিতরণ করা হবে, তা সংশ্লিষ্ট ব্যাংক নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারণ করবে।
বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) জানিয়েছে, নতুন ডিজাইনের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ ও ব্যবহারের উপযোগী থাকবে।
অন্যদিকে মুদ্রা সংগ্রাহকদের জন্য ১ হাজার, ৫০ এবং ২০ টাকার নমুনা নোটও মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। এসব নমুনা নোট বিনিময়যোগ্য নয় এবং নির্ধারিত মূল্যে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯