পঞ্চখণ্ড আই ডেস্ক : বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় একটি ইতিবাচক ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায় বিএনপি ঘরানা। এই লক্ষ্যকে সামনে রেখে সিলেট জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, বিয়ানীবাজার পৌর বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি আবু নাসের পিন্টু সম্প্রতি এক বিবৃতিতে বলেন, “আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাস করি—যেখানে মতভিন্নতা থাকলেও সম্মান ও শালীনতা থাকবে।”
তিনি বলেন, “বিয়ানীবাজারের রাজনীতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। কোনোভাবেই যেন বিভাজনমূলক আচরণ বা উত্তেজনাকর বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করে। আমাদের সকলের দায়িত্ব—রাজনীতি হোক জনগণের আস্থার প্রতীক, শালীনতা ও দায়িত্ববোধের ধারক।”
আবু নাসের পিন্টু আরও বলেন, “আমরা এমন এক রাজনীতি চাই যেখানে দলমত নির্বিশেষে জনগণের অধিকার রক্ষা পাবে, এবং দেশের প্রতিটি নাগরিক সম্মান পাবে। বিএনপি ঘরানার রাজনীতি কখনোই সংকীর্ণ বা প্রতিহিংসাপরায়ণ ছিল না। বরং আমরা বরাবরই ঐক্য, সমঝোতা এবং গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছি।”
তিনি বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। সেই অধিকার ফিরে পাওয়ার আন্দোলনে যারা গুম, খুন, জেল, জুলুম সহ্য করেছেন, তাদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি গ্রহণযোগ্য রোডম্যাপ এখন সময়ের দাবি।”
বিবৃতির শেষভাগে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি—সম্মিলিত প্রচেষ্টায়, মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে—আমরা একটি উন্নত, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারব।”
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯