পঞ্চখণ্ড আই ডেস্ক : পূর্ব সিলেটের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বিয়ানীবাজার সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন ইতিহাস বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ও শিক্ষাবিদ প্রফেসর সাব্বীর আহমদ। বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলামের নেতৃত্বে সহকর্মী ও কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে বরণ করেন।
প্রফেসর সাব্বীর আহমদ বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ১৬তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি পূর্বে কানাইঘাট সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং প্রশাসনিক দক্ষতার অনন্য নজির স্থাপন করেন। সর্বশেষ তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
বিয়ানীবাজার সরকারি কলেজের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বে অধিষ্ঠিত হয়ে তিনি সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। তাঁর আদি নিবাস সিলেট জেলার কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকায়।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯