পঞ্চখণ্ড আই ডেস্ক : সিলেট শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে বিয়ানীবাজার উপজেলার দাসউরা উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের "বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪" এর ৬৪ (৪) ধারার আলোকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
গত ৪ মে ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক মো. মঈনুল ইসলাম স্বাক্ষরিত এক স্মারকপত্রে এই অনুমোদন প্রদান করা হয়।
নতুন এডহক কমিটিতে—সভাপতি পদে বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন জনাব মো. ফয়জুল ইসলাম, শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জেলা শিক্ষা অফিসার কর্তৃক সহকারী শিক্ষক জনাব মুহাম্মদ নজরুল ইসলাম, অভিভাবক সদস্য হিসেবে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত হয়েছেন জনাব মুহাম্মদ আব্দুছ ছবুর। কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান
এদিকে, একই স্মারকের মাধ্যমে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিব ও নবগঠিত কমিটির সভাপতি বরাবর অনুলিপি প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, স্মারকপত্রে উল্লেখিত তারিখ হতে পরবর্তী ছয় মাস পর্যন্ত এই এডহক কমিটির মেয়াদ কার্যকর থাকবে।
নতুন এডহক কমিটি বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখার জন্য স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯