পঞ্চখণ্ড আই প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের প্রধান আইনগত মুখপাত্র ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (৪ মে) বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে।
১৯৮৬ সালে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং পরে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় তিনি দলটির পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১৩ সালে দলটির তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির পর তিনি ইংল্যান্ডে চলে যান।
২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি জামায়াতে ইসলামীর সব পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে ‘এবি পার্টি’র প্রধান উপদেষ্টা হিসেবে যুক্ত হন। তবে গত বছরের সেপ্টেম্বরে ওই রাজনৈতিক দল থেকেও পদত্যাগ করেন তিনি।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে দেশের রাজনৈতিক ও আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯