পঞ্চখণ্ড আই ডেস্ক : সম্প্রতি বাংলাদেশ পুলিশের বিয়ানীবাজার থানার ডিউটিস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশের লুট হওয়া কিছু অস্ত্র ও গোলাবারুদ এরই মধ্যে উদ্ধার হয়েছে। অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে। কারো কাছে লুণ্ঠিত অস্ত্র থাকলে তা আগামী ৩০ আগস্টের মধ্যে ফেরত দিতে অনুরোধ করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ আগস্ট) পাঠানো এক বার্তায় তারা বলেছে, কারো কাছে এ ধরনের অস্ত্র রক্ষিত থাকলে আগামী ৩০ আগস্টের মধ্যে কাছের থানায় জমা দিতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
অন্য এক বার্তায় বিয়ানীবাজার পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত লুট হওয়া ৭.৬২ চায়না রাইফেলের ০৮ (আট) রাউন্ড গুলি, ৭.৬২ চায়না রাইফেলের গুলির চার্জার ০১ টি, ১২ (বারো) বোর শটগান এর ০২ (দুই) রাউন্ড রাবার কার্তুজ অদ্য ২৭ আগস্ট রাত ৯:৪৫ ঘটিকায় বিয়ানীবাজার থানার মূল গেইটের দক্ষিণ পার্শ্বে ফুটপাতের উপর পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে।
এর আগে গত ২৫ আগস্ট রাত সাড়ে ১১টায় পুলিশ বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার এলাকার আইডিয়াল কলেজ গেইটের পশ্চিমাবর্তের গরুর হাটের মাঠ হতে ১টি ৭.৬২৩৯ মিমি এসএমজি রাইফেলের ম্যাগজিন এবং ৭.৬২ চায়না রাইফেলের ১২ রাউন্ড গুলি উদ্ধার করে।
সম্প্রকি ছাত্র আন্দোলন ঘিরে দেশজুড়ে সংঘর্ষ ও প্রাণহনির ঘটনা ঘটে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে বিয়ানীবাজার থানায় হামলা, লুটপাট, ভাংচুর, অগ্নিসংযোগ এবং থানার অস্ত্রাগারের তালা ভাঙ্গিয়া অস্ত্র গোল-বারুদ, ম্যাগজিন লুট হয়। এ সময় হারিয়ে যায় অনেক অস্ত্রশস্ত্র ও কাগজপত্র।
ওইসব অস্ত্র উদ্ধারেই তৎপরতা চালিয়ে বিয়ানীবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব অকিল উদ্দিন আহম্মদ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দ ও সুধী সমাজের লোকজনদের সাথে মতবিনিময় কালে লুন্ঠিত সরঞ্জামাদি ৩০ আগস্ট এর মধ্যে ফেরত প্রদানকারীর বিরুদ্ধে কোনরূপ ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯