পঞ্চখণ্ড আই ডেস্ক : ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে সরকার পতনের পর ট্রাফিক পুলিশ না থাকায় দেশব্যাপী যানজট নিরসনে রাজপথে নেমে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজার উপজেলার প্রধান প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন তারা। কোন প্রশিক্ষণ নেই, কোন দক্ষতা নেই, অভিজ্ঞতাও নেই। হৃদয়ে দেশপ্রেম নিয়ে ৩ দিন ধরে ট্রাফিক কন্ট্রোলের কাজ করছে তারা।
শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করায় বিভিন্ন সড়ক জুড়ে যান চলাচলে শৃঙ্খলা ফিরেছে। সব মিলিয়ে জনমনে স্বস্তি ফিরেছে।
এ কাজে আর্থিক সুবিধাও নেই। কিন্তু মেধা, সততা ও চেষ্টার ত্রুটি নেই। চাঁদাবাজি নেই, রুলস ব্রেক নেই, তাড়াহুড়ো নেই, অযথা হর্ণ নেই, গালিগালাজ নেই- সবাই শৃংখলাকে হাসিমুখে মেনে পাড়ি দিচ্ছে রাস্তা, যাচ্ছে তার গন্তব্যে।
এমন গন্তব্য যেন হয় আগামী দিনের সমৃদ্ধ ও সুশৃঙ্খল বাংলাদেশের গন্তব্য।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯