পঞ্চখণ্ড আই ডেস্ক : খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক ও বিয়ানীবাজার মাধ্যমিক শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক এর সহধর্মিণী, দক্ষিন মূড়িয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শামীম আরা স্বপ্না আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
গতকাল বুধবার (৪ মে) রাত ১২.৩০ ঘটিকায় তিনির নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ আট বছর যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন। মুত্যৃকালে তিনি স্বামী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
দক্ষিন মূড়িয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শামীম আরা স্বপ্না’র মৃত্যুতে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, বিয়ানীবাজার উপজেলা শাখার আহবায়ক শিক্ষাবিদ ও গবেষক মো: আতাউর রহমান ও বিয়ানীবাজার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুদ দাইয়ান ও সচিব অসীম কান্তি তালুকদার ও অর্থসচিব মো: মিছবাহ উদ্দিনসহ সকল নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ আরো বলেন, মহান আল্লাহ যেন মরহুমার পরিবারের সদস্যদেরকে এ শোক সহ্য করার ধৈর্য্যশক্তি দান করেন।