বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের দিঘলবাক এলাকায় নিজ বাড়ির সামনে অটোরিক্সার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মাহমুদ হোসেন। তাঁর বাড়ির শেওলার দিঘলবাক গ্রামে।
স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল নিয়ে বের হয়ে মাহমুদ হোসেন বালিঙ্গা নয়াবাজারে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু ঘটে।
মুহূর্তে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভীড় করেন। এ ঘটনায় এলাকা জুড়ে শোক বিরাজ করছে। মাহমুদের পরিবারের সদস্যদের আহাজারিতে শোকে বিহব্বল এলাকাবাসী।
খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯