1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

সিলেট-৬ আসনে সুষ্টু নির্বাচনের লক্ষ্যে ভোটকেন্দ্র যতটি

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সিলেট-৬, বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলায় স্থাপিত ভোটকেন্দ্রসমুহে সুষ্টু নির্বাচনের স্বার্থে প্রশাসনের কর্মকর্তারাও সরজমিন পরিদর্শনে যাচ্ছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৬ আসন। বিয়ানীবাজার পৌরসভায় ১০টি ও গোলাপগঞ্জ পৌরসভার ১১টি ওয়ার্ড মিলে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৯২টি। তন্মধ্যে বিয়ানীবাজারে রয়েছে ৮৯টি ও গোলাপগঞ্জে ১০৩টি ভোটকেন্দ্র।

একইসঙ্গে এই দুটি পৌরসভায় রয়েছে এক হাজার ৮৯টি ভোট কক্ষ। তন্মধ্যে বিয়ানীবাজারে রয়েছে ৪৮০টি স্থায়ী ও ৯টি অস্থায়ী ভোটকেন্দ্র। গোলাপগঞ্জে রয়েছে ৬০০টি স্থায়ী ও ৩৫টি অস্থায়ী ভোটকেন্দ্র। এ নির্বাচনী আসনে ভোটার রয়েছেন ৪ লাখ ৭২ হাজার ৭৪৯ জন। এর মধ্যে বিয়ানীবাজার উপজেলার ২ লাখ ৬০ হাজার ৩৮ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৫ হাজার ৮৩ ও নারী ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫৫ জন। গোলাপগঞ্জ উপজেলার ২ লাখ ৬৬ হাজার ৭১১ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৪ হাজার ৯২৬ ও নারী ভোটার ১ লাখ ৩১ হাজার ৭৮৪ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট